কালিগঞ্জ বুরো : কালীগঞ্জে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জের হাটের ছাগলের হাটের সম্মুখে নির্মিতব্য পাকা ইমারত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভেঙ্গে দেওয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আজহার আলী। গতকাল বেলা ১১ টার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অন্যানাদের মধ্যে উপস্থিত ছিল পেশকার মোহাম্মদ সরোয়ার, বসন্তপুর ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী, নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ব্যবসায়ী কমিটির শেখ সিরুজ্জামান, মাস্টার লবিন লস্কর, মুক্তিযোদ্ধা শেখ জামাত আলী,ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন, ওজিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য শীতলপুর গ্রামের মীর আব্দুর রউফ ও মীর আব্দুর রাজ্জাক গং পাকা ইমারত তৈরি কাজ করেন। কাজ করতে থাকে এবং লিনটোন পর্যন্ত