এফএনএস স্পোর্টস: টানা দুটি এটিপি টুর্নামেন্ট জিতলেন কার্লোস আলকারাস। ইয়ান-লেনার্ড স্ট্রুফকে হারিয়ে তরুণ এই স্প্যানিশ তারকা ধরে রাখলেন মাদ্রিদ ওপেনের শিরোপা। একই সঙ্গে গড়লেন দারুণ এক কীর্তি। স্পেনের রাজধানী মাদ্রিদে রোববারের ফাইনালে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে জেতেন ২০ বছর বয়সী আলকারাস। এই মৌসুমে এটি তার চতুর্থ এটিপি ট্রফি, সব মিলিয়ে দশম। ২০১৪ সালে রাফায়েল নাদালের পর এই প্রথম টানা দুবার মাদ্রিদ ওপেন জিতলেন কেউ। আগামী সপ্তাহে রোমে ইটালিয়ান ওপেনে খেলার মধ্য দিয়ে নোভাক জোকোভিচকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষেও ফিরবেন বর্তমানে দুই নম্বরে থাকা আলকারাস। গত মাসে তিনি জেতেন বার্সেলোনা ওপেন। আগামী ২৮ মে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনেও শিরোপা প্রত্যাশীদের একজন তিনি। গত সেপ্টেম্বরে ইউএস ওপেন দিয়ে নিজের প্রথম গ্র্যান্ড ¯ø্যাম শিরোপা জেতেন আলকারাস। এই সাফল্যে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি।