মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন

নাদালের রেকর্ড ভাঙলেন জোকোভিচ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ রয়েছেন দারুণ ছন্দে। ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পৌঁছে গেলেন তিনি। চতুর্থ রাউন্ডে পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। ৬-৩, ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন পাবলো হুয়ান ভারিয়াসকে। শেষ আটে উঠে জোকোভিচ ভাঙলেন রাফায়েল নাদালের একটি রেকর্ডও। গ্র্যান্ড ¯ø্যাম টুর্নামেন্টটিতে সবচেয়ে বেশিবার (১৭) কোয়ার্টার ফাইনাল খেলার নজির গড়লেন তিনি। এই আসরে ইনজুরির কারণে খেলা হচ্ছে না নাদালের। ক্লে কোর্টে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন নাদাল কোয়ার্টার ফাইনাল খেলেছেন ১৬ বার। তাকে ছাড়িয়ে গেছেন জোকোভিচ। ম্যাচ শেষে উচ্ছ¡সিত জোকোভিচ বলেন, ‘রেকর্ড নিয়ে আমি গর্বিত, তবে আমার ভাবনা এখন শুধুই পরের ম্যাচটি নিয়ে। আমি জানি, এখানে কী লক্ষ্য আমার। মানসিকভাবে ঠিক থাকার চেষ্টা করছি এবং অবশ্যই খুব বেশি দূরে তাকাচ্ছি না।’ এদিকে জোকোভিচ ছাড়াও কোয়ার্টার ফাইনালে ওঠেছেন কার্লোস আলকারাজ, স্তেফানোস সিৎসিপাস ও কারেন খাচানোভ। চার গ্র্যান্ড ¯ø্যাম মিলিয়ে সবচেয়ে বেশি ৫৮ বার কোয়ার্টার ফাইনাল খেলেছেন রজার ফেদেরার। তিনটি কম খেলে দুইয়ে আছেন জোকোভিচ। সার্বিয়ান তারকার সামনে নাদালকে ছাড়িয়ে যাওয়ার আরো একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। ফ্রেঞ্চ ওপেন জিতলেই নাদালকে টপকে হয়ে যাবেন এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড ¯ø্যাম জয়ের মালিক। দুজনেরই ট্রফিকেসে শোভা পাচ্ছে ২২টি গ্র্যান্ড ¯ø্যাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com