এফএনএস: বান্দরবানে পক্ষে—বিপক্ষে কর্মসূচির মধ্য দিয়ে নানা আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে পার্বত্য শান্তি চুক্তির মূলধারাগুলো বাস্তবায়নের দাবিতে শহরের রাজার মাঠে সমাবেশ করেছে চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। এতে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি কে এস মং মারমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রেজা নিউটন ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা মিল্টন। অপরদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সরকারের পক্ষে পায়রা উড়িয়ে শান্তি চুক্তির বর্ষপূর্তি উদযাপন করেছে পার্বত্য জেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯ পদাতিক ডিভিশনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ। এ ছাড়া শান্তি চুক্তির বিভিন্ন ধারা সংস্কারের দাবিতে বাঙালিদের সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ মুক্তমঞ্চে ও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বালাঘাটায় সমাবেশ করেছে। পক্ষে—বিপক্ষে এসব সমাবেশ ঘিরে শহরে নিরাপত্তা জোরদার করা হয়। বিকালে শান্তিপূর্ণভাবে সমাবেশগুলো শেষ হয়।