শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

নাপোলির বিপক্ষে মাত্র একটি গোলে নাখোশ পিওলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: কোচ স্টিফানো পিওলি বলেছেন, নাপোলি ১০ জনের দলে পরিণত হওয়ায় অল ইতালীয়া চ্যাম্পিয়ন্স লিগার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসি মিলানের একাধিক গোল করা উচিত ছিল। মিডফিল্ডার ইসমায়েল বেনাকারের প্রথমার্ধে দেয়া গোলের পর আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসাকে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে মাঠ ছাড়ার পর ১০ জনের নাপোলির বিপক্ষে ব্যবধান বাড়িয়ে নেয়ার জন্য অন্তত ১৫ মিনিট সময় পেয়েছিল এসি মিলান। পিওলি বলেন,‘ আমাদের জন্য এটিই ছিল অনুতাপের একমাত্র জায়গা। লক্ষ্যেভেদে আমাদেরকে আরো তৎপর হওয়া উচিত ছিল। এটা আমাদের জন্য লজ্জার। তবে ভালো পারফর্মেন্সের মাধ্যমে ভালো ফলাফল পেতে তারা যথেষ্ঠ করেছে। এখন পরের ম্যাচের আশায় থাকতে হবে।’ নেপলসের স্তাদিও ম্যারাডোনায় সামান্য ব্যবধানের এই জয়ের মাধ্যমে শেষ চারে উন্নীত হলে নগর প্রতিদ্ব›িদ্ব ইন্টা মিলানকেও প্রতিপক্ষ হিসেবে পাবার সম্ভাবনা রয়েছে এসি মিলানের। ইতোমধ্যে গত মঙ্গলবার প্রথম লেগে বেনফিকাকে পরাজিত করেছে ইন্টার। পিওলি বলেন,‘ এটি হবে কঠিণ ম্যাচ। নাপোলি হচ্ছে মানসম্পন্ন ও ভালো একটি দল। তারা এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশী গোল করেছে। এদিন আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। আমাদের ধারনা নাপোলি আমাদের ঘায়েল করার জন্য মাঠে সব কিছুই করবে। আমাদের ভুল করলে চলবে না। এখানে কেউ ভাবেনি যে আমরাই জয়লাভ করব।’ এদিকে নাপোলির কোচ লুসিয়ানি স্পালোত্তি বলেন, মালিক অরেলিও দে লরেন্তিসের সঙ্গে উত্তেজনার কারণে স¤প্রতিক সপ্তাহ গুলোতে মাঠে আবহ সৃস্টি করতে পারছে না সমর্থকরা। দ্বিতীয় লেগেও এরকম চলতে থাকলে পদত্যাগের হুমকি দেন তিনি। স্পালোত্তি বলেন,‘ দ্বিতীয় লেগে যদি এমনটা আবারো ঘটে, তাহলে আমি পদত্যাগ করবো। আমাদের বিতর্ক খেলোয়াড়দের স্পর্শকাতর করে তুলছে। এই খেলোয়াড়রা তাদের চারদিকে যা ঘটছে তা নিয়ে বেশ সংবেদনশীল। এমন এক পরিবেশে আমরা খেলেছি যা আমাদের সহায়তা করেনি। ওই মুহুর্তে দলকে সাহায্য না করাটা অবর্ননীয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com