কয়রা (খুলনা) প্রতিনিধি \ দেশ ব্যাপী নারী ও শিশু ধর্ষন ও হত্যা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কয়রায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশান ও এনসিটিএফের উদ্যোগে ও পরিত্রানের সহযোগিতায় তিন রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি অধ্যাপক আ,ব,ম আঃ মালেক, প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, শিক্ষক অরবিন্দ কুমার মন্ডল, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, এনজিও প্রতিনিধি অশোক কুমার রায়,পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সাধনা মুন্ডা, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।