এফএনএস স্পোর্টস: মালয়েশিয়ায় নারী অনূর্ধ্ব—১৯ টি—টোয়েন্টি বিশ^কাপের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় নাম আছে বাংলাদেশের সাথিরা জাকির জেসির। আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কতৃর্ক নিযুক্ত প্রথম নারী আম্পায়ার জেসি। ২০২৪ সালে নারী এশিয়া কাপ টি—টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন জেসি। বাংলাদেশের জার্সিতে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জেসি। গতকাল সোমবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘মালয়েশিয়ায় অনুর্ধ্ব—১৯ নারী টি—টোয়েন্টি বিশ^কাপে দায়িত্ব পালনের জন্য ২০ জন ম্যাচ অফিসিয়ালের মধ্যে আছেন বাংলাদেশের জেসি।’ জেসির সাথে আরও আছেন ২০২৩ সালে প্রথম টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করা ক্যানডেস লা বোর্দে এবং দেদুনু ডি সিলভা। ঐ আসরে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো ভারত। দ্বিতীয়বারের মত টুর্নামেন্টের ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেরিন ক্লাস্ট। প্রথমারের মত আইসিসির কোন ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হয়েছেন ভারতের নারায়ন জানানি এবং গায়াত্রী ভেনুগোপালন। প্রথম নারী আম্পায়ার হিসেবে ভারতের ঘরোয়া ক্রিকেটে পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করেছেন বৃন্দা রাথি। এছাড়াও এই ইভেন্টের জন্য ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড গিলবার্ট, ডিন কসকার, রিওন কিং এবং ট্রুডি অ্যান্ডারসন। নারী অনূর্ধ্ব—১৯ টি—টোয়েন্টি বিশ^কাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা :
আম্পায়ার : অ্যাশলি গিবন্স (অস্ট্রেলিয়া), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জানানি (ভারত), আইদান সিভার (আয়ারল্যান্ড), নীতিন বাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশের (ওমান), সালেমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানী মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু ডি সিলভা (শ্রীলংকা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যান্ডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে)
ম্যাচ রেফারি : ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কসকার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।