স্টাফ রিপোর্টার ঃ নাশকতার মামলায় সাতক্ষরা জেলা জামায়াতের সাবেক আমীর ও খুলনা বিভাগীয় জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। সদর থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, নিয়মিত একটি নাশকতার মামলায় জামাত নেতা মুহাদ্দিস আব্দুল খালেককে আটক করা হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।