ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা গাজী তৌহিদুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে তার বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তৌহিদ মধুগ্রাম গ্রামের আব্দুল গণি গাজীর ছেলে। বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ১নং আসামি গাজী তৌহিদ রুদাঘরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক। পুলিশ জানায় গাজী তৌহিদের বিরুদ্ধে গত ১৯ ফেব্রম্নয়ারি তারিখে রুদাঘরা এলাকায় নাশকতা করার ঘটনায় তৌহিদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন মিকশিমিল গ্রামের রফিকুল ইসলাম গাজী। ওই মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গাজী তৌহিদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অপহরণ ও ধর্ষণ মামলাসহ ৩টি মামলা রয়েছে।