গতিশীল বোলিংয়ে অল্প সময়েই বিশ^ ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি তার ক্যারিয়ারের প্রথম আইসিসি ইভেন্ট। দারুণ গতিশালী বোলিংয়ের সুবাদে কিংবদন্তিদের নজর কেড়ে চলেছেন রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেললেন রানা। ৪৩ রান খরচায় ১ উইকেট শিকার করা রানাকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন কিউইদের হয়ে সেঞ্চুরি হাঁকানো রাচিন রবীন্দ্র। এছাড়া ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে রানার প্রশংসা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেইল স্টেইন। রানাকে নিয়ে স্টেইন বলেছেন, ‘হ্যাঁ দারুণ গতি তার (রানার) বলে। (কেন) উইলিয়ামসনকে যে ওভারে আউট করলো তাকে অনেক চাপে ফেলে দিয়েছিল। কোনো শর্ট বল দেয়নি সে। অন্য কোনো বলে হয়তবা কেইন চাইলে থার্ডম্যানে বলটা পাঠিয়ে দিতে পারত, তবে এবার বলে গতি থাকায় কেইন পারেনি। ফলে নাহিদ রানার বলে ভালো কিছু আছে। এমনভাবে ১৫০ এর কাছাকাছি গতিতে বল করে যেতে পারলে সবাইকে পরীক্ষায় ফেলতে পারবে। আইসিসি ইভেন্টে এসে বাংলাদেশ আবারও লড়াই করতে পারলো না। বিষয়টা দুঃখজনক।’ আলোচনায় থাকা আরেক সাবেক ক্রিকেটার এবং নামী কোচ ওয়াসিম জাফরও মুগ্ধ রানার বোলিংয়ে। জাফর বলেন, ‘কেন (উইলিয়ামসন) সময় নিবে ভেবেছিলাম। তবে এখানে নাহিদ রানাকে কৃতিত্ব দিতে হবে। যেভাবে সে ওভারটা করলো। আপনি আশা করবেন কেন ফিরে আসবে দ্রুতই।’ উইলিয়ামসনের উইকেট নিয়ে আইসিসি ইভেন্টে উইকেটের খাতা খুলেছেন রানা। সেই খাতা আরও কিংবদন্তিদের উইকেট দিয়ে পরিপূর্ণ হয়ে উঠুক, এমনটাই সবার প্রার্থনা। নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।