প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ হাজারো মানুষের অশ্র“সিক্ত ভালোবাসায় না ফেরার দেশে চলে গেলেন সাতক্ষীরা থেকে বহুল প্রচলিত প্রসারিত পাঠক নন্দিত সত্যের সন্ধানে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রিয় পাঠক কল্যাণপুরের আলহাজ্ব আহম্মাদ আলী সানা। প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর মৌজাদাল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জিয়াউল হায়দার পলাশ ও ইউনিয়ন আ’লীগ সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াছাত আলী মামুনের গর্বিত পিতা আলহাজ্ব আহম্মাদ আলী সানা (৮০) শুক্রবার দিবাগত রাত ১২টায় বার্ধক্য জনিত কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। প্রিয় এ মানুষটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুক্তিযোদ্ধা বৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান বৃন্দ, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ সর্বশ্রেনী পেশার মানুষেরা তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে ভিয় জমায়। কর্মময় জীবনে তিনি সৎ ধার্মিক পরপোকারি এবং বংশিয় ঐতিহ্যে রক্ষায় তার নির্দেশনা গ্রহণযোগ্যতা ছিল খুবই বেশি। তাঁর রুহের মাগফেরাত কামনায় তাঁর আত্মীয় স্বজন ও এলাকাবাসী প্রাণ খুলে দোয়া করেছেন। গতকাল জোহর নামাজের পর কল্যাণপুর সানা বাড়ী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা নামাজ পূর্বে আলহাজ্ব মাওঃ খলিলুর রহমান ঢালীর উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, মরহুমের সন্তান ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাষ্টার রিয়াছাত আলী মামুন, আলহাজ্ব মাওঃ জুলফিকার আলী বিশ্বাস, প্রমুখ। জানাজা নামাজে উপজেলা কৃষক লীগের সভাপতি রাশেদ সরোয়ার শেলী সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সহ বিভিন্ন পর্যায়ের আলেমেদ্বীন, শতশত মুসুলি বৃন্দ উপস্থিত ছিলেন।