স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এড. ফারুক হোসেন (৩৮) না ফেরার দেশে চলে গেলেন। গতকাল বেলা ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিলাহি———রাজিউন)। সাতক্ষীরা শহরের অতি পরিচিত মুখ, সদা হাস্যোজ্জ্বল অত্যন্ত বিনয়ী এড. ফারুক হোসেন সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত ইমাম আলীর পুত্র। জানাগেছে, গত শুক্রবার নিজ বাসায় সকালে আম পাড়তে গিয়ে অসাবধানতা বশত গাছের ডাল ভেঙ্গে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান। তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে প্রিয় মানুষটির একনজর দেখার জন্য দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আইনজীবী সহ সকল শ্রেণীর পেশার মানুষ তার বাড়িতে ভীড় জমান। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা জজ কোর্টের এজিপি এড. ফারুক হোসেন মৃত্যু কালে ১ কন্যা, স্ত্রী, মাতা, ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাযা শেষে তার লাশ পারিবারীক কবরস্থানে দাফন করা হয়।