বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরের কৃতি সন্তান এ্যাডঃ মোঃ মাসুদ রানা টোকন (৩২) সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জি এম হাবিবুর রহমান হবি এর ভাতিজা ও দক্ষিণ হাজিপুর গ্রামের মৃত মোঃ মুজিবর রহমান গাজীর একমাত্র পুত্র। পারিবারিক সূত্রে জানাযায়, তিনি গতকাল ১৯ নভেম্বর শনিবার সকাল ১০ দিকে ঢাকাস্থ তার নিজ বাসা থেকে কর্মস্থলে বাসযোগে যাওয়ার সময় পথিমধ্যে স্ট্রোক আক্রান্ত হলে পাশে থাকা যাত্রীরা তাৎক্ষণিক তাকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানা টোকনকে মৃত ঘোষণা করেন। আজ রবিবার সকাল ১০ টায় নূরনগর দক্ষিণ হাজিপুর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।