কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের কৃষ্ণনগরের জোনাব আলী ঢালী (৯৫) আর নেই । দীর্ঘ দিন অসুস্থ থাকার পর বার্ধক্য জনিত কারণে গত ২১জুন শুক্রবার সকালে তিনি নিজ বাসভবনে না ফেরার দেশে পাড়ি জমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)জোনাব আলী ঢালী কালিকাপুর গ্রামের মৃত্যু মান্দার আলী ঢালীর ২য় পূত্র। মৃত্যু কালে তিনি ৪ পুত্র ১কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। সকলের অতিপ্রিয় পরোপকারী ধনী-গরীব সকলের সাথে অত্যন্ত মিশুক অমায়িক ব্যবহারের অধিকারী মোঃ জোনাব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকল শ্রেণীর মানুষের মাঝে শোক ছড়িয়ে পড়েন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন প্রিয় মানুষের হাস্য উজ্জ্বল মুখ খানা শেষ বারের মতো দেখার জন্য মানুষেরা ভিড় জমায়। শুক্রবার জুমার নামাজের পর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজের ইমামতি করেন আলহাজ্ব মাওঃ এন্তাজ আলী।