কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন আলহাজ্ব মহিউদ্দিন সরদার (৮০) সে মান পুর গ্রামের মৃত শ্যাম আলী সরদারের পুত্র। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ থেকে গতকাল দুপুর ২টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ৩ কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্কী রেখে গেছেন। গতকাল আছর নামাজ বাদ মানপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা নুরুজ্জামান। বক্তব্য রাখেন মাওলানা ছোহরাফ হোসেন, মাস্টার ইউসুফ আলম, মাওলানা আব্দুস সাত্তার আজাদী প্রমুখ।