প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি \ হাজারো মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রতাপনগর ইউনিয়নের সাবেক প্যানেল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলি (৫০)। গতকাল বুধবার স্টোক জনিত কারণে খুলনা ২৫০ বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ইন্তেকাল করেছেন ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ সর্বশ্রেনী পেশার মানুষেরা তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়িতে ভিড় জমায়। কর্মময় জীবনে তিনি মৎস্য চাষাবাদের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্ব পালন কালে এলাকাবাসীর কল্যাণে খুবই আন্তরিকতার সাথে কাজ করতেন। এ কারণে সহজ সরল সদালাপী ইউপি সদস্য হিসাবে সুপরিচিত ছিলেন এবং সর্বশ্রেনী পেশার মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে এক স্ত্রী দুই পুত্র এক কন্যা খুব ই ভেঙ্গে পড়েছেন। এবং পাড়া পড়সি এলাকাবাসী খুব ই মর্মহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মরহুমের পরিবার।