বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ১০

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২

এফএনএস বিদেশ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে একটি মুদি দোকানে গোলাগুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার দুপুর আড়াইটার দিকে এক শেতাঙ্গ তরুণ ওই মুদি দোকানে ঢুকে এলোপাতারি গুলি চালালে ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। শনিবার বিকেলের এক সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৮ বছর বয়সী বন্দুকধারী ওই ব্যক্তি অনেকটা মিলিশিয়া ড্রেস পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে মার্কেটের পার্কিং লটে প্রবেশ করে। ক্ষিপ্র গতিতে গাড়ি থেকে বের হন। পার্কিং লটে থাকা চারজনের ওপর গুলি চালান। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। এরপর তিনি টপস সুপার মার্কেটে প্রবেশ করেন। সেখানে সিকিউরিট গার্ডের সঙ্গে গুলি বিনিময় হয়। সিকিউরিটি গার্ডকে গুলি করে হত্যা করেন বন্দুকধারী। এরপর শপিং করতে থাকা লোকজনের ওপর গুলি চালাতে থাকে। পুলিশ আসলে নিজের গলায় বন্দুক ধরে আত্মহত্যার ভঙ্গী করেন। পুলিশ তাকে জীবিত অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। এরি কাউন্টির শেরীফ জন গার্সিয়া বলেছেন, এটি একটি বর্ণবাদী হামলা। সমস্ত বাফেলো এলাকায় কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। খবর বিবিসির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com