মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলো বাংলাদেশ নারী দল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: এক ম্যাচ বাকী থাকতেই নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলো বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল রোববার নিউজিল্যান্ডের কাছে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে অলআউট হয়ে ১৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করে ২-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ডের নারীরা। ডানেডিনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যামেলিয়া কার। বল হাতে বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নেন পেসার মারুফা আকতার। ১টি করে শিকার করেন রিতু মনি ও রুমানা আহমেদ। ১৪৯ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৪ রানের মধ্যে দুই ওপেনার প্যাভিলিয়নের পথ ধরেন। মিডল-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলে দলকে লড়াইয়ে রেখেছিলেন শারমিন আকতার, অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানা হক। কিন্তু তাদের ধীর গতির ব্যাটিং বাংলাদেশের আস্কিং রেট বাড়িয়ে দেয়। ডেথ ওভারে দ্রুত রান তুলতে না পারলে হার বরণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। নিগার ৩৩ বলে ৩১, শারমিন ৩০ বলে ২২ ও ফারজানা ১৪ বলে ১৫ রান করেন। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর কুইন্সটাউনে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com