শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকস যুগের প্রথম জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: লর্ডস টেস্টের শুরুটা দেখে কে ভেবেছিল, হারের শঙ্কায় থাকা ইংল্যান্ড শেষটা এভাবে জয়ে রাঙাবে। অবিশ্বাস্য সেই কাজটি করা গেছে জো রুটের অপ্রতিরোধ্য সেঞ্চুরিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকরা। তাতে বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালাম যুগের শুরুটাও হলো সাফল্যে। এই পরাজয়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নদের ৭ ম্যাচ অপরাজিত থাকার ধারাতে ছেদ পড়লো। সিরিজের প্রথম টেস্টটা ইংলিশদের দিকে হেলে যায় গতকালকেই। নিউজিল্যান্ডের দেওয়া ২৭৭ রানের জবাবে রুটরা ৫ উইকেটে ২১৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল। ফলে চতুর্থ দিন জয়ের জন্য দরকার ছিল আর ৬১ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে যেভাবে টপ অর্ডারে ধস নেমেছিল। তাতে কিউইদের জয়ের সম্ভাবনাও বাতিল করে দেওয়া যাচ্ছিল না। ৬৯ রানে ইংল্যান্ডের ৪ উইকেট তুলে ম্যাচটা রোমাঞ্চকর বানিয়ে দিয়েছিল। শুরু থেকে দাপট দেখানো পেসাররা এরপর স্টোকস-রুটের তুমুল প্রতিরোধের মুখে পড়ে। এই জুটিতেই ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। দুজনে মিলে যোগ করেন ৯০ রান। ইংলিশ অধিনায়ক স্টোকস ৫৪ রানে ফিরলেও সমস্যা হয়নি। রুট গতকাল থেকে একপ্রান্ত আগলে বেন ফোকসকে নিয়ে আজ গড়েন ১২০ রানের অবিচ্ছিন্ন জুটি। এই ষষ্ঠ উইকেট জুটিতেই নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুট ২৬তম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন। অপরাজিত ছিলেন ১১৫ রানে। তার ১৭০ বলের ইনিংসে ছিল ১২টি চার। সঙ্গী ফোকস অপরাজিত ছিলেন ৩২ রানে। অবশ্য মেঘাচ্ছন্ন আবহাওয়ায় একটা চ্যালেঞ্জও ছিল এদিন। সেই চ্যালেঞ্জ উতরাতে টেস্ট মেজাজের ব্যাটিং উপহার দিয়েছেন রুট। সঙ্গে গড়েছেন কীর্তিও। অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে পূরণ করেন ১০ হাজার রান। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৪০ ওভারে ১৩২ (গ্র্যান্ডহোম ৪২*; অ্যান্ডারসন ৪/৬৬, পটস ৪/১৩) ও ৯১.৩ ওভারে ২৮৫ (মিচেল ১০৮, ব্লান্ডেল ৯৬; পটস ৩/৫৫, ব্রড ৩/৭৬, অ্যান্ডারসন ২/৫৭)। ইংল্যান্ড: ৪২.৫ ওভারে ১৪১ (ক্রলি ৪৩, লিস ২৫; সাউদি ৪/৫৫, বোল্ট ৩/২১, জেমিসন ২/২০) ও ৭৮.৫ ওভারে ২৭৯/৫ (রুট ১১৫*, স্টোকস ৫৪, ফোকস ৩২*; জেমিসন ৪/৭৯)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com