মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

নিখোঁজ জেলেদের সন্ধান পেলো ইন্দোনেশিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

এফএনএস বিদেশ: অস্ট্রেলিয়ার উপক‚লে একটি ছোট দ্বীপে তারা খাবার বা পানি ছাড়াই বেঁচে ছিলেন ছয় দিন। অবশেষে ছয় দিন পর ইন্দোনেশিয়ার ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি জানিয়েছে, গত সোমবার পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রæম থেকে প্রায় ৩৩০ কিলোমিটার পশ্চিমে বেডওয়েল দ্বীপ থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়। তবে আশঙ্কা করা হচ্ছে, আরও ৯ জন জেলে নিহত হতে পারেন। জীবিত জেলেরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাদের দুটি মাছ ধরার জাহাজ, একটিতে ১০ জন এবং অন্যটিতে ৯ জন জেলে ছিল। দুইটি জাহাজ ঝড়ের কবলে পড়ে। প্রথম জাহাজটি তীব্র বাতাস ও ঢেউয়ের মধ্যে বেডওয়েল দ্বীপের তীরে ভেসে যায়, তবে অন্যটি ডুবে যায়। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, গত সপ্তাহে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ইলসার আঘাতে তাদের দুটি জাহাজ সাগরে ডুবে যায়। জাহাজটির ১০ জন ক্রু সদস্যের মধ্যে নয়জন এখনও নিখোঁজ রয়েছেন। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপক‚লে ক্যাটাগরি-৫ সাইক্লোন ইলসা আঘাত হানার পর নজরদারি মিশনে থাকা একটি বর্ডার সিকিউরিটি হেলিকপ্টার বেডওয়েল দ্বীপে জেলেদের দেখতে পায়। এরপর তাদের উদ্ধার করে ব্রæমে নিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়। ডুবে যাওয়া জাহাজের একজন জেলে একটি জেরি ক্যান ধরে ছিলেন। ৩০ ঘণ্টা ভাসতে থাকার পরে জোয়ারের ¯্রােত তাকে বেডওয়েল দ্বীপের তীরে নিয়ে আসে। যেখানে পরে অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে। বেডওয়েল দ্বীপটি ক্লার্ক রিফ কোরাল অ্যাটলের একটি ছোট বালুকাময় দ্বীপ। অস্ট্রেলিয়ান বর্ডার গার্ডের এক মুখপাত্র বলেছেন, ‘উদ্ধার হওয়া ১১ জেলে এখন নিরাপদে আছেন। দুর্দশা সত্তে¡ও তারা সবাই সুস্থ আছেন। আমরা যত দ্রæত সম্ভব তাদের প্রত্যাবাসনের জন্য কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com