এফএনএস স্পোর্টস: প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে যে কোনো ক্রিকেটার সম্পর্কে এক ক্লিকেই পাওয়া যায় অনেক তথ্য। সব দলেরই বিশ্লেষকদের কাছে থাকে প্রতিপক্ষ সম্পর্কে অফুরান তথ্য, পরিসংখ্যান ও ভিডিও ফুটেজ। তবে কিছুটা ব্যতিক্রম আফগানিস্তান টেস্ট দল। তাদের বেশিরভাগ ক্রিকেটারই এই সংস্করণে নতুন। টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান তারা কদাচিৎ। তাদের বেশ কজন সম্পর্কেই তেমন ধারণা নেই বাংলাদেশ দলের। তবে এটি নিয়ে খুব একটা না ভেবে নিজেদের দিকেই বেশি মনোযোগ দিতে চান প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বে মিরপুর টেস্টের ঘোষিত আফগান দলে নতুন মুখ আছে বেশ কজন। প্রথমবার ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান বাহির শাহ, দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই, নিজাত মাসৌদ, তরুণ লেগ স্পিনার ইজহারুলহক নাভিদ ও পেস অলরাউন্ডার করিম জানাত। এদের মধ্যে ইজহারুলহক খেলেছেন বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে। করিম জানাত খেলে গেছেন সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। তবে দুজনেরই পরিচিত মূলত টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে। আফগানিস্তানের সবশেষ ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে ম্যান অব দা টুর্নামেন্ট হয়ে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন করিম। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৪০.২৫ গড়ে ৫৬১ রান করেন তিনি, উইকেট নেন ১৮টি। একই টুর্নামেন্টের ২০১৭-১৮ মৌসুমে অভিষেক হয় বাহির শাহর। অভিষেকেই তিনি খেলেন ২৫৬ রানের ইনিংস। তাও ¯্রফে ১৭ বছর বয়সে। তৃতীয় ম্যাচে করেন জোড়া সেঞ্চুরি। চতুর্থ ম্যাচে চমকে দেন অপরাজিত ট্রিপল সেঞ্চুরিতে। প্রথম ৭ ম্যাচেই ৫ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ১২১.৭৭ গড়ে করেন ১ হাজার ৯৬ রান। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলোর সৌজন্যে সংরক্ষিত আছে এসব পরিসংখ্যান। কিন্তু তাদের খেলার ধরন বোঝার জন্য ভিডিও ফুটেজের তেমন কোনো ব্যবস্থা নেই বললেই চলে। কোনো ক্রিকেটারের খেলার ভিডিও না দেখে তার সম্পর্কে বিশ্লেষণ করাও প্রায় অসম্ভব। এই বাস্তবতা মেনে নিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাই আফগান ক্রিকেটারদের নিয়ে ভাবার চেয়ে নিজ দলের শক্তি-দুর্বলতা নিয়ে ভাবনার কথাই বলেছেন হাথুরুসিংহে। “ওদের বেশিরভাগ ক্রিকেটার সম্পর্কে আমাদের তেমন ধারণা নেই। যাই হোক, আমরা প্রতিপক্ষ শক্তি ও দুর্বলতা খেয়াল করি। তবে আমরা ২৫ ভাগ নজর দেই তাদের দিকে। আর ৭৫ ভাগ রাখি নিজেদের ওপর যে আমরা কী করতে পারি। আমরা যেহেতু (তাদের ব্যাপারে) জানি না, তাই এটি আমরা নিয়ন্ত্রণও করতে পারব না।” আফগানিস্তান এতটাই কম টেস্ট খেলে এবং এত বিরতি দিয়ে খেলার সুযোগ পায় যে, অনেক ক্রিকেটারের উপযুক্ত সামর্থ্য নিয়ে সবটুকু ধারণা নেই তাদের নিজেদেরও। এমনিতে তারকা ক্রিকেটার তাদের অনেক আছে। কিন্তু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো সেই তারকাদের বেশ কজনই লাল বলের ক্রিকেটে খেলেন না। আফগানদের টেস্ট দল তাই সীমিত ওভারের দল থেকে অনেকটাই আলাদা। এবার তো চোট ও বিশ্রাম মিলিয়ে সফরে আসেননি দলের সবচেয়ে বড় তারকা রশিদ খানও। দলে নতুন মুখ আছেন বেশ কজন। নবীন ও অচেনার যে রোমাঞ্চ, তা আন্দোলিত করছে আফগানিস্তানের কোচ জোনাথন ট্রটকে। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান অবশ্য কঠিন বাস্তবতার কথাও জানেন ভালো করেই। “এই দলের অনেকেও ওয়ানডেতে সেভাবে খেলে না বা একদমই সম্পৃক্ত নয়। তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট একদমই নতুন বলা চলে। এটা রোমাঞ্চকর, তবে তাদের জন্য চ্যালেঞ্জিংও।” “কোচ হিসেবে এটা আমার জন্য রোমাঞ্চকর যে তরুণ প্রতিভারা উঠে আসছে এবয আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাচ্ছে। টেস্ট ক্রিকেটে তাদের কাজটা অবশ্যই কঠিন হবে। বাংলাদেশে এসে খেলাটা যে কোনো দলের জন্যই কঠিন।”