বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

নিজে খেয়ে নিরাপদ খাবার পানির প্লান্ট উদ্বোধন করলেন এমপি বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

কয়রায় বিনা মূল্যে সূপেয় পানি পাচ্ছে ৫ হাজার পরিবার
কয়রা (খুলনা) প্রতিনিধি \ কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ষোলহালিয়া গ্রামে প্রথম নিরাপদ খাবার পানির প্লান্টের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থও স্থাপন করলেন খুলনা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বেসরকারি সংস্থা প্রবাহ প্রকল্পের অর্থায়নে এ পানির প্লান্ট স্থাপন করা হয়। ১১৮ তম প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রবাহ মানুষকে সূপেয় পানি প্রদানের যাত্রা শুরু করেছে খুলনার কয়রায়। নিরাপদ খাবার পানির অভাবে ভুগছেন এমন দূর্বল প্রান্তিক জনগোষ্ঠির জন্য সূপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে এই পানি শোধনাগার স্থাপন করেছে প্রবাহ। বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আঃ সামাদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান মোঃ ফজলুর রহমান, প্রবাহ প্রকল্পের প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার ও অর্পি হালদার, উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম সহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি আকতারুজ্জামান বাবু তার বক্তব্যে বলেন, তার নির্বাচনী এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘ দিনের। গভীর নলকুপও এ অঞ্চলের অনেক জায়গায় কাজে আসে না, অগভীর নলকূপের পানিও পানযোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যেই অত্র এলাকায় মানুষের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য প্রায় ৩৫ কোটি টাকার উপর একটি প্রকল্প প্রদান করেছেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে নিরাপদ খাবার পানি নিশ্চিত করার জন্য কাজ চলমান। তবে প্রবাহের এই নতুন প্রকল্প নতুন করে আশা জাগাচ্ছে জনপদের সর্বস্তরের সাধারণ মানুষকে। এখানে জনসাধারনের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহের জন্য প্লান্ট স্থাপন করায় প্রবাহ কে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানে বনায়ন প্রতিনিধি আরাফাত হুদা জায়গীরদার, বলেন দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ও পরিবেশগত কারনে মানুষ সূপেয় পানি পাচ্ছে না। তবে আমরা প্রবাহ প্লান্ট স্থাপনের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির লবণাক্ততা দুষণমুক্ত করে সরবরাহ করছি। আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান সমুহের সাথে যৌথভাবে প্রবাহ প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রæতিবদ্ধ। উল্লেখ্য উক্ত নিরাপদ খাবার পানির প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ৫০০ লিটার বিশুদ্ধ পানি উৎপাদিত হবে। ষোলহালিয়া গ্রাম সহ পার্শবর্তী গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার পরিবার নাম মাত্র মূল্যে অথ্যাৎ বিদ্যুৎ খরচ বাবদ প্রতি লিটার পানির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ পয়সা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com