সাতক্ষীরার বৃক্ষ মেলা উদ্বোধন কালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির
মীর আবু বকর \ সাতক্ষীরায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৩ উদ্বোধন হয়েছে। গাছ লাগিয়ে যতœ করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই প্রতিবেদকে সামনে নিয়ে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে গতকাল সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এসময় বলেন, বৃক্ষ মানুষের অকৃতির বন্ধু শুধু তাই নয় গাছ পরিবেশে ভারসাম্য রক্ষা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্ষা মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময়। আপনি নিজে গাছ লাগান অপরকে গাছ লাগাতে উৎসাহিত করুন। শুধু গাছ লাগালে চলবে না সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সবুজ সাতক্ষীরা গড়ে তোলা সম্ভব। যশোর সামাজিক বনায়নের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা তুজ জোহরা,সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধ মমতাজ আহমেদ বাপ্পি, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন সাধাঃ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা আলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, সেবা সংস্থার সভাপতি এস এম কওছার সহ বিভিন্ন নার্সারি মালিক ও অসংখ্য বৃক্ষপ্রেমী। এবারের মেলায় ৩০ টি স্টল বসানো হয়েছে। বৃক্ষমেলা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।