দেবহাটা অফিস ॥ সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণবাজারে নিজ গ্রামে অধ্যাপক চন্দ্র কান্ত মল্লিক হোমিও চিকিৎসার মাধ্যমে মানব সেবায় নিজেকে বিস্তৃত করেছেন। প্রানি বিজ্ঞানে সর্বোচ্চ ডিগ্রী ধারী (এমএমসি) এবং হোমিও বিদ্যায় ডিএইচএসএম, বিএইচবি (ঢাকা) ডিগ্রী ধারী এই হোমিও চিকিৎসক নিজ গ্রাম বাজারের বিপরীতে পারুলিয়া ইউনিয়নের বড় শান্তা বাজারে প্রতিদিন সকাল হতে রাত পর্যন্ত বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন। অপেক্ষাকৃত দুর্গম এলাকার জন সাধারন চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা শহরেই একমাত্র ভরসা সে ক্ষেত্রে ডা: চন্দ্রকান্ত মল্লিকের হোমিও চিকিৎসা পেয়ে রোগীরা আশ্বস্থ হচ্ছেন। অপেক্ষাকৃত কম জন বহুল এলাকায় চিকিৎসা পেশা পরিচালনার বিষয়ে ডাঃ চন্দ্র কান্ত মল্লিক দৃষ্টিপাতকে জানান গ্রামই শক্তি, আমার নিজ গ্রামের মানুষের সেবার জন্য মূলত, গ্রামে অবস্থান। মানুষের সেবা করতে পারাটাই বড় অর্জন। ইতিমধ্যে দুরদুরান্ত হতে রোগীদের ভিড় বাড়ছে ঢাকা হেমিও কেয়ার সেন্টারে। বড় শান্তা বা আশপাশে হোমিও চিকিৎসা কেন্দ্র না থাকায় রোগীরা হেমিও চিকিৎসা হতে বঞ্চিত হচ্ছিল ডা: চন্দ্র কান্ত মল্লিকের কল্যানে সেই অভাব পুরন হলো।