এস এম জাকির হোসেন \ শিশুকালে যে মাটিতে খেলাধুলা করে সময় কাটিয়েছেন জীবনের শৈশব ও কৈশোর এর স্মৃতি বিজড়িত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রাম নিজের পিতার হাতে গড়া চকদাড়ি খড়িতলা প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেছিলেন, ছায়া ঢাকা পাখি ডাকা গ্রামের আঁকাবাঁকা পথ বেয়ে গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় গ্রামের বাড়িতে পৌঁছালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। তিনি গ্রামবাসীর ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন। তার জন্মভূমি গ্রামের বাড়িতে পৌঁছে প্রথমে পিতা মরহুম শেখ গোলাম রহমান ও মাতা রাবেয়া বিবির কবর জিয়ারত করেন। এসময় তার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়—স্বজন, গ্রামবাসী সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। পরে তিনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএস) এর সহযোগিতায় চকদাড়ি খড়িতলা প্রাথমিক বিদ্যালয় এর পাশে প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র, ফেরদৌস নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের একটি কার্যক্রম, বৃক্ষরোপন ও সুপেয় পানির প্রকল্প শুভ উদ্বোধন করেন। জনসাধারণের জন্য গোরস্থান নির্মাণ পরিদর্শন করেন। বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে চকদাড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুধীবৃন্দের সাথে মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা—০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ক্যাবিনেট সচিবের একান্ত সচিব জয়নাল আবেদীন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জমায়েতে ইসলামীর সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ শেখ আব্দুস সাত্তার, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ও কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্য একাংশ সদস্য সচিব বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমাজসেবক শেখ আব্দুল গফুর, শিক্ষক মিলন হোসেন, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম মইন, এডি এম রিপন বিশ্বাস সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত বক্তারা প্রধান অতিথি কেবিনেট সচিব ডঃ শেখ আব্দুর রশিদ এর কাছে সাতক্ষীরা টু ভায়া কালীগঞ্জ ভেটখালী সড়ক দ্রুত নির্মাণের দাবিসহ সুন্দরবন এলাকা পর্যটন কেন্দ্র ঘোষণা, রেললাইন নির্মাণ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকার সার্বিক উন্নয়নের দাবি তুলে ধরেন। প্রধান অতিথি কেবিনেট সচিব ড. শেখ আব্দুর রশিদ তার বক্তব্যে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নিহত ও ২৪ এর গণ আন্দোলনে নিহত সকলের রূহের মাগফেরাত কামনা সহ অসুস্থদের সুস্থতা কামনা করে বলেন আমরা বেশ কিছু বছর কষ্ট পেয়েছি। “জনগণের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে দুর্নীতি নির্মূল করা জরুরি, অনেক প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ২০—৩০% কাজ বাস্তবায়িত হয় না, যার ফলে উন্নয়ন ব্যাহত হচ্ছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের ঐক্যবদ্ধ হতে হবে।” সাতক্ষীরা বাসির উপরে বিগত দিনে খারাপ ব্যবহার করা হয়েছে।পুলিশকে দিয়ে আমাদের সেবা নিতে হবে, একটা সুন্দর সমাজ গঠন করতে হবে। আমাকে অনেক আগেই এই পদ পাওয়া উচিত ছিল, এই বৃদ্ধ বয়সে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে যার যতটুকু পাওনা সেটুকু দেওয়া হবে। খড়িতলা গ্রাম সহ আশেপাশের গ্রাম সমৃদ্ধ হবে। ভেটখালী টু সাতক্ষীরার রাস্তার টেন্ডার হয়ে গেছে। আগামী বছর থেকে কাজ শুরু হবে। এলাকার উন্নয়নে ৭ টি ইউনিয়নকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। ক্যাবিনেট সচিব গত ২ দিনব্যাপী সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর সহ কালিগঞ্জের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখে শনিবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিয় করে তিনি সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে ঢাকায় রওনা দেন।