আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মহানগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতি সিটি মেয়র বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রতিশ্র“তিবদ্ধ। ইতিমধ্যে এ বিষয়ে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। টিসিবির মাধ্যমে দেশের এক কোটি অসহায় মানুষের মাঝে নিয়মিত কম দামে পণ্য বিক্রি করছে। সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে হলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি বলেন, সকল কাঁচা বাজারের নির্দিষ্ট স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্যের চার্ট টানিয়ে দিতে হবে। সিটি মেয়র পবিত্র রমজানে জিনিসপত্রের অহেতুক দাম বাড়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন পাইকারী ও খুরচা বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী