বিশেষ প্রতিনিধি \ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে আশাশুনিতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়েছে। আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সম হেদায়েতুল ইসলামের বাড়ীর সামনে আশাশুনি-শ্রীউলা সড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রতীকী অনশন কর্মসূচি বন্ধ করা হয়। অনশন চলাকালে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সিনিয়র যুগ্ম-আহŸায়ক খায়রুল আহসান, যুগ্ম-আহŸায়ক শেখ আব্দুর রশীদ, আব্দুল আলিম, তুহিন উলাহ, বিএনপি নেতা বোরহান উদ্দিন বুলু, মঞ্জুরুল ইসলাম, আছাফুর রহমান মুকুল, আজগর আলী, কৃষক দলের আহŸায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ম-আহŸায়ক মিজানুর রহমান মিনু, যুবদলের আহŸায়ক শরিফুল আহসান টোকন, যুগ্ম-আহŸায়ক সাদিক আনোয়ার ছট্টু, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নুরে আলম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতীকী অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য লাগামহীনভাবে বাড়ছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালে আনতে হবে। বক্তারা আরও বলেন, দেশকে রক্ষা করতে হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন আরও বেগবান করা হবে।