জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো) তে চলমান ১০ম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার অংশ হিসেবে প্রশিক্ষণার্থীরা রবিবার সকালে খুলনা আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, খুলনা জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসানসহ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, আঞ্চলিক তথ্য অফিস ও জেলা তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রশিক্ষণার্থীরা তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদপ্তরের মাঠ পর্যায়ের দপ্তরগুলোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা লাভ করেন।-তথ্য বিবরণী