নগরঘাটা প্রতিনিধি ঃ তালার নগরঘাটা নিমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুর ২ টায় অত্র বিদ্যালয় শ্রেনী কক্ষে নগরঘাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতি নির্বাচিত হয় শিপ্রা হালদার। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা নির্বাচিত হয় বিউটি সুলতানা সহসভাপতি সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আদিত্য কুমার সরকার,সদস্য মোঃ নূরুজ্জামান মূকুল, তপন কুমার মালাকার, মোঃ এসমাইল সরদার , দীনবন্ধু সরকার ,শচীন্দ্রনাথ সরকার , সাংবাদিক মোঃ বিলাল হুসাইন , নিরঞ্চন কুমার সরকার , মোছাঃ শারমিন খাতুন।