শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটা প্রেসক্লাবের পুষ্পস্তবক অর্পণ দেবহাটা সরকরি পাইলট হাইস্কুলের মাতৃভাষা দিবস পালন দেবহাটায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দেশসেবায় ক্যাডেটদের আত্মনিয়োগ করতে হবে : সেনাপ্রধান মাতৃভাষার জন্য জীবনদানের ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা সাতক্ষীরা জেলা বিএনপির প্রস্তুুতি সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়পার্টির আয়োজনে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা শ্যামনগরে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে নূরনগরে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা পরিবহনের \ আহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার \ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হয়েছে অন্তত ১৩ জন পরিবহন যাত্রী। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৩টায় ঢাকা থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহন সাতক্ষীরা শহরের সার্কিট হাউজের সামনে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে সকাল থেকে সাতক্ষীরা—যশোর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট গ্রামের দাউদ আলীর ছেলে আলমগীর হোসেন, একই উপজেলার জয়নগর গ্রামের বাহার আলী তরফদারের ছেলে আব্দুর রউফ, দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের মৃত. তারক চন্দ্র ঘোষের ছেলে তপন ঘোষ, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের বাহার আলীর ছেলে রুহুল আমিন, একই উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আশরাফ আলী গাজীর ছেলে শাহীনুর রহমান। এছাড়া চায়না (২৮) ও আব্দুল্লাহ (৪) নামে দুইজনের ঠিকানা জানা যায়নি। প্রথমোক্ত পাঁচজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও শেষের দুইজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছয়জনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আশরাফুল হক জানান, আশঙ্কাজনক হওয়ায় চায়না ও শিশু আব্দুল্লাহকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে গাছ কেটে যাত্রীদের বের করার সময় সাতক্ষীরা পুলিশ লাইনের কনস্টেবল নায়েব আলী আহত হন। তিনিও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com