রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নিরাপত্তা শঙ্কায় চীনা ক্যামেরা সরাচ্ছে অস্ট্রেলিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : জাতীয় নিরাপত্তার আশঙ্কায় প্রতিরক্ষা সাইট থেকে চীনের তৈরি নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল বৃহস্পতিবার সকালে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। চীনের হিকভিশন এবং ডাহুয়া কোম্পানির তৈরি করা প্রায় ৯০০টি নজরদারি সরঞ্জামের একটি অডিট খুঁজে পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। তারাও আশঙ্কায় করছিল, ডিভাইসের ডাটা চীন সরকার অ্যাক্সেস করতে পারে। অবশ্য হিকভিশন বলছে, এমন শঙ্কার কোনো ভিত্তি নেই। ডাহুয়া এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি। অস্ট্রেলিয়া সরকারের নিরীক্ষায় দেখা গেছে, পররাষ্ট্র বিষয়ক এবং অ্যাটর্নি জেনারেলের বিভাগসহ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগে ক্যামেরা এবং নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। সবমিলিয়ে ২০০টিরও বেশি ভবনে ক্যামেরা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও প্রতিরক্ষা বিভাগের অন্তত একটি ইউনিট ক্যামেরা পাওয়া গেছে, যদিও এর ঠিক কয়টি ইউনিটে ক্যামেরা রয়েছে তা অজানা। প্রতিরক্ষামন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সরকার ‘সম্পূর্ণ সুরক্ষিত’ করার জন্য যেকোনো প্রতিরক্ষা অবস্থান থেকে ক্যামেরাগুলো খুঁজে বের করবে এবং সরিয়ে ফেলবে। তিনি আরো বলেন, আমি মনে করি না যে, এই নিয়ে বাড়াবাড়ি করা উচিত। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের নজরে আনা হয়েছে। আমরা এটি দ্রুত ঠিক করতে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com