কালিগঞ্জ বুরো : “সুস্থ সবল জীবন গড়ি, সচেতন খাবার গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলার নিরাপদ খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে গতকাল বেড়া সাড়ে ১২টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এবং কালিগঞ্জ স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আব্দুস সোবহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপঙ্কর দত্ত। বক্তরা প্রজেক্টের মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতার জন্য বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচির শেষে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।