মীর আবু বকর ॥ কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল প্রার্থী আমাদের কাছে সমান। যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা হবে। সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে স্বাভাবিক কিন্তু প্রতিহিংসা করা যাবে না। কেন্দ্রের গিয়ে ভোট দিতে পারেনি অভিযোগ উঠলে, প্রমান হলে ভোট বন্ধ করা হবে। প্রয়োজনে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্টদের জেলে পাঠানো হবে। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিংয়ে নির্বাচন কমিশনার অবঃ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, যশোর পুলিশ সুপার প্রণয় জোয়ার্দার সহ নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর পূর্বে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা ও যশোর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।