দাকোপ (খুলনা) প্রতিনিধি ॥ দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপে উপজেলা আওয়ামীলীগের বিশষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডল। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়ের পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা আ’লীগনেতা এ্যাডঃ নিমাই রায়, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, বুলু রানী রায় গাঙ্গুলী, উপজেলা আ’লীগনেতা অসিত বরন সাহা, শেখ যুবরাজ, শেখ আব্দুল কাদের, এ্যাডঃ জিএম কামরুজ্জামান, পঞ্চানন মন্ডল, সমারেশ ঘরামী, সরোজিত রায়, দীপংকর রায়, এবিএম রুহুলামিন, মিহির মন্ডল, সনত কুমার বিশ্বাস, মানস মুকুল রায়, অধ্যাপক দুলাল রায়, শফিকুল ইসলাম আক্কেল, দেবব্রত বিশ্বাস, গোলাম মোস্তফা খান, অচিন্ত্য সাহা, কে এম কবির হোসেন, আব্দুর রহিম গাজী, গৌরপদ বাছাড়, শীবেন্দ্র প্রসাদ রায়, শারমিন লক্ষি মনি, শেখ রফিকুল ইসলাম, মাসুম আলী ফকির, সুদেব রায়, শেখ সাব্বির আহমেদ, জালাল উদ্দিন গাজী, নারায়ন চন্দ্র সরকার, পলাশ রায়, অনুপ গোলদার, ফারুক হাওলাদার, গোবিন্দ মল্লিক, চয়ন সাহা, উমাশংকর রায়, স্বপন সরকার, অধ্যাপক সুপদ রায়, তপন রায়, সঞ্জিব মন্ডল, হিমাংশু সরকার, অপারাজিত মন্ডল অপু, অরবিন্দু সরকার, প্রভাষক বিকাশ মন্ডল, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, জ্যোতি শংকর রায়, জুলফিক্কার গাজী, নিহার মন্ডল, পরিমল রপ্তান, ক্ষিতিশ রায়, মৃনাল মল্লিক, নিত্যুরঞ্জন কবিরাজ, মাহমুদুন্নবী মিল্টনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।