স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় চড়ক পূজা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদরের ধুলিহর নাথপাড়া শিব মন্দির কমিটির আয়োজনে শনিবার রাতে নাথপাড়া শিব মন্দির চত্বরে শিব মন্দির কমিটির সভাপতি তারক দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু। তিনি বলেন,বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সকলে একসাথে মিলেমিশে বাসকরে। আমরা সবাই ভাই ভাই, একসঙ্গে উৎসব পালন করি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়ন করা হবে। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, জেলা জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধাঃ সম্পাদক আব্দুল কাদের, মন্দির কমিটির সাধাঃ সম্পাদক জয়দেব দেবনাথ। এসময় নাথপাড়া শিব মন্দির কমিটির সকল সদস্য ও ভক্তরা উপস্থিত ছিলেন।