ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি ॥ জাতীয় সামাজিক সংগঠন “নিসচা’ খুলনার ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় নিসচা’ডুমুরিয়া উপজেলা শাখার জমাদ্দার মার্কেটের প্রধান কার্যালয়ে সংগঠনের উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও নিসচা’ ডুমুরিয়া উপজেলা শাখার সহ- সভাপতি আলহাজ শাহাজাহান জমাদ্দারের সঞ্চালনায় বৈঠকে নিসচা চেয়ারম্যান ইলিয়াজ কাঞ্চনের ডুমুরিয়ায় আগমন ও সেফটি রোড ক্যাম্পেইন কর্মসূচীতে অংশ গ্রহণ উপলক্ষে আলোচনা ও অনুষ্ঠান সফল করার জন্য সকলের সর্বসম্মতিক্রমে একটি বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে নিসচা ডুমুরিয়া শাখার সহ- সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শাহাজাহান জমাদ্দার কে আহবায়ক ও সড়ক দূর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল কে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান বাস্তবায়ন উপ-কমিটি গঠন করা হয়। কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য হলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,চেয়ারম্যান মোল্যা মাহবুবুর রহমান, চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। কমিটির সদস্য গাজী আব্দুল আজিজ, মোল্যা মনিরুল ইসলাম, খান আরিফুজ্জামান নয়ন, মোঃ আব্দুল হক লিটন, মোঃ আব্দুল্লাহ খান, গাজী সোহেল আহমেদ, মোঃ হাবিবুর রহমান খান, জুলফিকার আলী ভুট্টো, মোঃ হুসাইন খান, মোঃ শাহারুজ্জামান সবুজ, এম এ জলিল, ডাক্তার সোহেল, মোঃ রবিউল ইসলাম সরদার, মোঃ আলমগীর হুসাইন। আলোচনা সভা শেষে অনুষ্ঠান সফল করতে সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্ত ঘোষণা করা হয়।