শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

(নিহতের আটডেট সংখা অনলাইনে দেখে নিউজটি প্রকাশ করবেন) পাকিস্তানে সামরিক স্থাপনায় ভয়াবহ আত্মঘাতী হামলা: নিহত ৩৪, আহত বহু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫

এফএনএস আন্তজার্তিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সেনানিবাসে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন পাকিস্তানি সেনাসদস্য এবং ১৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া ৩২ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার ইফতারের পর বিস্ফোরক বোঝাই দুটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালানো হয়। পাকিস্তানের ইন্টার—সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর জওয়ানরা হামলাকারী চারজনসহ মোট ১৬ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় সময় সন্ধ্যায় ইফতারের পর দুই আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি সেনানিবাসের প্রাচীরে আঘাত করে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী সেনানিবাসের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় তারা সফল হতে পারেনি। সেনাবাহিনী হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চালিয়ে ছয়জন সন্ত্রাসীকে হত্যা করে।
বান্নু হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ নওমান জানান, হামলায় নিহতদের মধ্যে সাতজন শিশু, তিনজন নারী এবং তিনজন বেসামরিক পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৩২ জনের অবস্থা গুরুতর, যাদের চিকিৎসা চলছে। পাকিস্তানি সেনাবাহিনীর পাঁচ জন সদস্যও এই হামলায় প্রাণ হারিয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা এক বিবৃতিতে জানিয়েছে, পরিকল্পিতভাবে বিস্ফোরক বোঝাই দুটি গাড়ির মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তানি কতৃর্পক্ষ হামলার নেপথ্যে আফগান সংযোগ থাকার অভিযোগ করেছে। আইএসপিআর জানিয়েছে, “গোয়েন্দা প্রতিবেদন দ্ব্যর্থহীনভাবে এই জঘন্য কাজে আফগান নাগরিকদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।” তারা আরও বলেছে, এই হামলা “আফগানিস্তান থেকে পরিচালিত খাওয়ারিজ রিং নেতাদের দ্বারা সংগঠিত ও পরিচালিত হয়েছে।”
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট জারদারি বলেন, “পবিত্র রমজান মাসে ইফতারের সময় এই ধরনের হামলা একটি জঘন্য কাজ। জাতি এই ধরনের জঘন্য কাজকে প্রত্যাখ্যান করে।” প্রধানমন্ত্রী শরিফ বলেছেন, “পাকিস্তানের শত্রুদের এই ষড়যন্ত্র কখনো সফল হতে দেওয়া হবে না।”
হামলার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি অভিযান চালায়। আইএসপিআর জানিয়েছে, “সীমান্তের ওপার থেকে আসা এই হুমকিগুলোর প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে।” তারা আফগান সরকারকে তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা থেকে বিরত রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তানের উত্তর—পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো দেশটির সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com