সম্প্রতি চা দোকানদার ইয়াছিন আলী হত্যাকান্ডের পর তার পরিবার মানবেতর জীবনযাপন করায় স্ত্রী তাছলিমা খাতুনের আবেদনের প্রেক্ষিতে গৃহ সংস্কারের জন্য নগদ ১০ হাজার টাকা এবং এক বান ঢেউটিন বরাদ্দ দেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে তাছলিমা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা এবং এক বান ঢেউটিন গ্রহণ করেন। এসময় নিহত ইয়াছিন আলীর তিন কন্যা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি