বিশেষ প্রতিনিধি \ যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে যাওয়ার সময় মারাত্মক জখম হওয়া রহিমা খাতুন (৪২) নামের এক পথচারির মৃত্যু হয়েছে। মৃত রহিমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের মোঃ নজরুল ইসলামের স্ত্রী। ১৬ এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা গ্রামের আশিকুর রহমান শান্ত জানান, বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে কালিগঞ্জ বাসস্টান্ড থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা বিরতিহীন এক্সপ্রেস ঢাকা-জ-১৪-০১৫৯ চালিতাবাড়িয়া নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী ধান খেতে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারী রহিমা খাতুন মারাত্মক জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নলতা হাসপাতালে এবং পরবর্তীতে সাতক্ষীরার সিবি হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।