বুড়িগোয়ালিনীর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর নীলডুমুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্য ১৫৫। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ রেজাউল করিম, শিক্ষক মোঃ আমানুলাহ (বুলবুল) তাদের সহকারি হিসেবে ছিলেন ডাঃ মোঃ আব্দুল গনি, শিক্ষক মোঃ এনামুল হক মোঃ কিবরিয়া। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট প্রদান করেন। ভোটকেন্দ্রে মনিটরিং করে সার্বক্ষণিক নৌন থানার অফিসার ইনচার্জ খান শরিফুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এবং নির্বাচন প্রার্থী ঘোষণা দেন। পদ প্রতিকার বলে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সহ সভাপতি ভোটের নির্বাচন করে ২ জন মোঃ মহাসিন আলোম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলতাফ হোসেন আনারস প্রতীক নিয়ে ৫৫ভোট পান। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন ৪ জন মোঃ আব্দুল হালিমক্যামেরা প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডাঃ খাইরুল ইসলাম (মিলন) দোয়াত-কলম প্রতীক নিয়ে ৪১ ভোট পান। সহ সম্পাদক পদে নির্বাচন করেন ৪ জন মোঃ মহররম গাজী হরিন প্রতিক নিয়ে ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রাজু আহমেদ হাতি প্রতীক নিয়ে ৬০ ভোট পান। কোষাধ্যক্ষ পদে মোঃ আনিসুর রহমান কাপ পিরিচ প্রতীক নিয়ে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জয়নাল আনেদিন মোটরসাইকেল প্রতিক নিয়ে ৫৯ ভোট পান। প্রচার সম্পাদক পদে নির্বাচন করেন ৩ জন নির্বাচিত হন দুই জন (১) মোঃ আলামিন মুন্না মোবাইল প্রতিক নিয়ে ৭৭ ভোট পান। (২) বাবু মিঞা হেলিকাপ্টার প্রতিক নিয়ে ৪০ ভোট তাহাদের নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রত্থী মোঃ আব্দুল বারিক মাছ প্রতিক নিয়ে ২৫ ভোট পান। কার্যকারী সদস্য পদে নির্বাচন করেন ৩ জন নির্বাচিত হন ২ জন (১)মোঃ আসাদুল ইসলাম সিলিংফ্যান প্রতিক নিয়ে ৭৫ ভোট পান (২) মোঃআহসান হাবিব টসের মাধ্যমে তালগাছ প্রতিক নির্বাচিত হন।