শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

নীলডুমুর ১৭ বিজিবি’র উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩

এস এম জাকির হোসেন/বিভাস মন্ডল \ বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তিতে দিনটিকে স্মরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবি ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের পাশাপাশি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে ইউনিট মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ২৬ মার্চ রবিবার বিকাল ৫ টায় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন ও আরজিবি কোম্পানির ব্যবস্থাপনায় নীলডুমুর বিজিবি ক্যাম্পে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কমান্ডার সৈয়দ আব্দুর রউফ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কমান্ডার মোস্তফা আজমল আবীর, সহ-পরিচালক শাহ খালেদ ইমান সহ জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com