শ্যামনগর (গাবুরা) প্রতিনিধি ॥ ৩১ ডিসম্বার রবিবার সকাল ৯ টায় শ্যামনগরের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসার কিন্ডারগার্টেন বিভাগের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রী অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন আবু তালেব সাগর (সভাপতি মাদ্রাসা কমিটি) মনিরুল ইসলাম (সুপারভাইজার, শিশু সুরক্ষা প্রকল্প ব্রতী), মাদ্রাসার প্রধান মুয়াল্লিাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহকারী মুয়াল্লিম হাফেজ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক হাফেজ মহিউদ্দিন, হাফেজ শফিকুল ইসলাম, কিন্ডার গার্টেন বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, ওয়ায়েজকুরুনী সহ অনেক সুধীজন। গাবুরার ৯ নং সোরা দৃষ্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা অনেক সুনামের সহিত ইলমে হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, কিন্ডারগর্টেন বিভাগ চলমান আছে। মহিলা ও পুরুষ উভয় বিভাগে আবাসিক থাকা খাওয়ার ব্যাবস্থা আছে। দুস্থ্য ছাত্রছাত্রীর জন্য ফ্রি থাকা খাওয়া ও অন্যন্য সুবিধা আছে। মাদ্রাসাটি খোলপেটুয়া নদীর চরে দৃষ্টিনন্দন নামে সৌন্দর্যমন্ডিত বনায়নবেষ্ঠিত এলাকায় অবস্থিত।