বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে অসহায় শিশু জয় কর্মকা (২) কে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। জানা যায়, অসহায় শিশু জয় কর্মকার জন্মগতভাবে হার্ট ছিদ্র রোগে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা সেবা নিতে পারছিল না। প্রায় তাকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হতো। ডাক্তার দেখানোর পরে ডাক্তার তাকে অপারেশন করার পরামর্শ প্রদান করেন। এই অপারেশন করার খরচ ৩/৪ লক্ষ টাকা হাওয়ায় অসহায় পরিবারের পক্ষে অপারেশন করা সম্ভব হচ্ছে না। শিশুর পিতা নূরনগর দক্ষিণ হাজিপুর কর্মকার পাড়া গ্রামের নবকুমার কর্মকার (ফটিক) এই অসহায়ত্বের কথা নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন জানালে, তিনি সকলের সহযোগিতায় মানবতা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শিশুর পরিবারের কাছে চিকিৎসা সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিতি ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাফিজ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।