বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ইউনিয়নের ১ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নূরনগর কাঁচাবাজার চত্বরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দেবাশীষ ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম হাবিবুর রহমান হবি। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ, সাধারণ সম্পাদক এস এম সোহেল রানা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অরুন কুমার মুখার্জি, সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ শওকত ওসমান, উপজেলা যুবলীগের সদস্য এস এম সাইফুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম রেজাউল করিম সাহেব, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওয়াদুদ গাজী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগকে বিজয়ী করার লক্ষ্যে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আবারও নৌকাকে বিজয়ী করার জন্য বিভিন্ন আলোচনা ও নেতাকর্মীদের স্পষ্টভাবে কাজ করার বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মেহেদী হাসান।