বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে ইউনিয়ন কাপ ক্রিকেট লীগ ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ ইউনিয়ন শাখার আয়োজনে আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামী ও যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এলাকা ও বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়াপ্রেমী দর্শক শ্রোতাবৃন্দের উপস্থিতিতে ফাইনাল খেলায় ২ নং ওয়ার্ড বনাম ৬ নং ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে ২ নং ওয়ার্ডকে ৩৬ রানে পরাজিত করে ৬ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উক্ত খেলায় ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব ডাঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা—০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মোঃ গোলাম মোস্তফা, যুব বিভাগের উপজেলা শাখার সভাপতি মোঃ সাঈদী হাসান বুলবুল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির গাজী মুজিবর রহমান, সেক্রেটারি আলহাজ্ব শেখ লিয়াকাত হোসেন বাবু, সহকারি সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, অফিস সম্পাদক গাজী আবুবক্কার, কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, সূরা সদস্য আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি মোঃ আব্দুল সামাদ, সদস্য মোঃ রেজাউল করিম দোলনা, সমাজসেবক মোঃ মুনির আহমেদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাসানুল বান্না, সহ—সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সেক্রেটারি মোঃ আবু রাসেল রাজু, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আশরাফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মীবৃন্দ। খেলাটিতে আম্পিয়ারের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য মোবারক হোসেন লাচ্ছু ও মোঃ ফেরদৌস হোসেন। ধারাভাষ্যয় ছিলেন মোঃ রবিউল ইসলাম সবুজ, আলীনোকি ও সোহাগ হোসেন। স্কোরের দায়িত্ব ছিলেন মোঃ রবিউল ইসলাম ও মোঃ মুরাদ আহমেদ।