বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় নূরনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় নূরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নূরনগর কাঁচা বাজার চত্বরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জি এম আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর। ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফরিদ উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আফসার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্রনেতা জান্নাতুল নাঈম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শাহাদাত সরদার, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রুহুল কুদ্দুস, মোস্তফা আল ফারুক টুটুল, মাস্টার আতিয়ার রহমান, প্রবাসী মোঃ কবীর হোসেন, মোঃ আবুল কাশেম, জামির উদ্দিন জামু, সিদ্দিক মহাজন, মোঃ আবু জাফর প্রমুখ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য অনুষ্ঠান শেষ পর্যায়ে নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার পরিচালক সাবেক বিএনপির নেতা শেখ হাবিবুল আলমকে দুর্বৃত্তদের একটি গ্রুপ লাঠি-সোটা সহকারে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে হামলা চালিয়ে শেখ হাবিবুল আলমকে অপমান, লাঞ্ছিত ও মারপিট করে গুরুতর যখম করে।