বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মৎস্য আড়ৎ সংলগ্ন গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনার সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার সকালে নূরনগর মৎস্য আড়ৎ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মৎস্য আড়ৎ সংলগ্ন মোঃ আব্দুল আজিজ এর মোটরসাইকেল গ্যারেজে নিজের ব্যবহৃত হিরো হোন্ডা কোম্পানির স্পিলেন্ডার প্লাস লাল রঙের ১০০ সিসির মোটরসাইকেলটি গ্যারেজে রেখে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার শেষ করে বেলা সাড়ে ১১ টার দিকে গ্যারেজে গিয়ে দেখতে পায় তার মোটরসাইকেলটি নাই। এমতবস্থায় গ্যারেজ মালিক মোঃ আব্দুল আজিজকে জিজ্ঞাসা করলে মোটরসাইকেলটি কে বা কাহারা নিয়ে গেছে এমন তথ্য জানায়। একপর্যায়ে মোটরসাইকেলটি তার গ্যারেজ থেকে চুরি হয়েছে নিশ্চিত হওয়া যায়। মোটরসাইকেল মালিক নজরুল ইসলাম তাৎক্ষণিক বিষয়টি নূরনাগর মৎস্য আড়ৎ মালিক সমিতির নেতৃবৃন্দকে অবগত করেন। মৎস্য আড়ৎ সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরবৃন্দ ও গ্যারেজ মালিক আলোচনা সাপেক্ষে মোটরসাইকেলটির ক্ষতিপূরণ দেওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য অত্র অঞ্চলের মৎস্য আড়ৎ এবং নূরনগর বাজার সহ আশপাশের এলাকা থেকে বিগত দিনেও একাধিক মোটরসাইকেল ও সাইকেল চুরির ঘটনা ঘটলেও মোটরসাইকেল চোরের কোন হোদিস পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী সহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।