বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে গ্রানাডা টেকনিক্যাল একাডেমি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১ টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট শ্যামনগর প্রকল্প অফিস এর আয়োজনে প্রকল্প অফিসে প্রশাসনের কর্মকর্তা, অত্র প্রকল্পের কর্মকর্তা—কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রস্তুতির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। পরিদর্শনকালে তিনি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট প্রকল্প অফিসের কর্মকর্তার সাথে প্রকল্পের কার্যক্রম নিয়ে ও সাতক্ষীরা জেলা প্রশাসক আগামী ২৮/১২/২০২৪ আগমন উপলক্ষে এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট শ্যামনগর প্রকল্প অফিস ও গ্রানাডা টেকনিক্যাল একাডেমি (জিটিএ) এর নির্মান কাজের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কাটুনিয়া রাজবাড়ী কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহমুদ হোসেন, নূরনগর ইউপি সচিব মোঃ আমিনুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মোঃ সাইদুর রহমান বাবু, সিজেডএম প্রোগ্রাম ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম, গ্রানাডা টেকনিক্যাল একাডেমির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মোঃ ফরিদ হোসেন প্রমুখ।