বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগরে গ্রানাডা টেকনিক্যাল একাডেমি (জিটিএ) এর পুকুর খনন ও রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট শ্যামনগর প্রকল্প অফিস এর আয়োজনে উপজেলার নূরনগর হরিপুর গ্রামে গ্রানাডা টেকনিক্যাল একাডেমি (জিটিএ) এর এক একর আশি শতক জায়গার উপরে ভোকেশনাল ট্রেনিং সেন্টার, ল্যাব ডায়গনস্টিক সেন্টার, কৃষি ও হাঁস মুরগি পালনের জন্য লাইভ স্টক, প্রাইমারি স্কুল, শিক্ষার্থীদের জন্য থাকার আবাসিক হোস্টেল করার লক্ষ্যে পুকুর খনন ও রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রিতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তা, শিক্ষক—সাংবাদিক ও অত্র এলাকার সুধীজনদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে পুকুর খনন ও রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে এলাকাবাসী সুবিধাবঞ্চিত মানুষ নানামুখী উন্নয়নের অংশীদার হতে পারবে এবং কর্মক্ষেত্রে স্বাবলম্বী হতে পারবে। এ সময় তিনি আরও বলেন, আপনারা ভাগ্যবান আপনারা এমন একজন মানুষ পেয়েছেন রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ। তিনি আপনাদের সন্তান, আপনাদের ভাই বন্ধু তার হাত ধরে এগিয়ে যাবে অত্র এলাকার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বর্তমান সরকারের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন, থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবীর মোল্লা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বখতিয়ার আহমেদ, কাটুনিয়া রাজবাড়ী কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু সাঈদ মাহমুদ প্রমুখ।