বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

নূরনগরে চাঁদাবাজি মামলায় কুখ্যাত মাদক সন্ত্রাসী বড়ছেলে গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার নূরনগরে চাঁদাবাজি মামলায় কুখ্যাত মাদকসম্রাট ও সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে (বড়ছেলে) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনা ও মামলা সূত্রে জানাযায়, উপজেলার নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলহাজ্ব নূর মোহাম্মদ গাজীর পুত্র মোঃ গোলাম মোস্তফা তার নূরনগর বাজার সংলগ্নে নিজের নামীয় জমিতে দোকান ঘর নির্মাণ করে দীর্ঘদিন ভাড়া দিয়ে আসছিলেন। বিগত কয়েক মাস পূর্ব হতে এলাকার মাদক সম্রাট ও সন্ত্রাসী বড়ছেলে নামে পরিচিত রফিকুল ইসলাম ভুক্তভোগীর কাছে মোট ৯টি দোকানের জন্য ৯ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে দোকান ঘর দখলসহ জীবননাশের হুমকি প্রদান করে আসছে। ঘটনার দিন ৯টি দোকানের মধ্যে একটি দোকান মেরামতের কাজ করতে থাকলে সংঘবদ্ধ চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী সহ বাহিনীর প্রধান মাদক সম্রাট বড়ছেলে সহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা দোকান ঘর সহ দোকানে রক্ষিত মালামাল ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৬। তারিখ ১৬/০৩/২০২৪। মামলার পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল উক্ত সন্ত্রাসীকে রামচন্দ্রপুরস্থ নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ও ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, চাঁদাবাজির মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে বড়ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, নূরনগরের কুখ্যাত মাদকসম্রাট বিভিন্ন অপকর্মের হোতা চলমান ১২ টি মামলার আসামী বড়ছেলেকে শনিবার আবারো চাঁদাবাজি মামলায় গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল রবিবার অর্থাৎ আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে। কুখ্যাত এই মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকাবাসী। অত্র এলাকায় এমন কোন অপকর্ম নাই যা এই মাদক সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে বড়ছেলে করে নাই। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com